সাতসতেরো

প্রকাশিত হলো ‘রোদন ও আগুনের অক্ষর’

পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে একাত্তরের বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের ক্ষতবিক্ষত ইতিহাস নিয়ে রচিত গল্প সংকলন 'রোদন ও আগুনের অক্ষর'। বইটিতে স্থান পেয়েছে ৪৫ জন লেখকের গল্প। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ল অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের (বিলিয়া) অডিটোরিয়ামে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

বইটির ফ্ল্যাপে লেখা রয়েছে, '‘রোদন ও আগুনের অক্ষর' মূলত মুক্তিযুদ্ধের সময়কার এক নীরব আর্তনাদের দলিল। গল্পগুলো কিশোর ও তরুণদের উপযোগী করে রচিত।’’

প্রকাশনা উৎসব উপস্থাপনা করেন কথাসাহিত্যিক মনি হায়দার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝর্না রহমান, নাসিমা আনিস, সঙ্গীতা ইমাম, দিলওয়ার হাসান, নিলয় নন্দী, খালেক মল্লিক প্রমুখ।

সম্পাদক ফাল্গুনী তানিয়া বলেন, ‘‘এই গ্রন্থ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়কার এক নীরব আর্তনাদের দলিল যা বছরের পর বছর উপেক্ষিত থেকেছে। এখানে উঠে এসেছে বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের ক্ষতবিক্ষত ইতিহাস, তাদের অদম্য জীবনযুদ্ধ। গল্পগুলো এমনভাবে রচিত যে, প্রতিটি কিশোর ও তরুণ পাঠক এই অপরাজিত নারীদের মর্মবেদনা ও আমৃত্যু সংগ্রামের সাহস তাদের হৃদয়ে উপলব্ধি করতে সক্ষম হয়।’’

এই বইটির প্রিন্টেড ভার্সনের সঙ্গে সঙ্গে বই কিনি ডট কমে পাওয়া যাবে ই বুক। বেশ কয়েকটি গল্পের ইংরেজি অনুবাদও করা হয়েছে। এবং একই সঙ্গে নির্বাচিত গল্পের অডিও বুক শোনা যাবে।