বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই। শুক্রবার সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় অবস্থিত জে কে মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
গণমাধ্যমকে সুকুমার বড়ুয়ার মেয়ে অঞ্জনা বড়ুয়া বলেন, ‘‘বাবা অনেক দিন ধরে নানা অসুখে ভুগছিলেন। গত এক সপ্তাহ তিনি চট্টগ্রামের মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি ছিলেন। গত শুক্রবার তাকে জে কে হাসপাতালে নিয়ে আসা হয়। বাবার ফুসফুসে পানি জমে গিয়েছিল। চিকিৎসকরা চেষ্টা করছিলেন সেই পানি বের করে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে। কিন্তু সেটা সম্ভব হয়নি। বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন।’’
উল্লেখ্য, ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্ম নেন ছড়াকার সুকুমার বড়ুয়া।
ষাটের দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি জীবন শুরু করেন। ১৯৬৩ সালে তোপখানা রোডে ছয় টাকায় বেড়ার ঘর ভাড়া করে স্বাধীনভাবে লেখালেখি শুরু করেন। তার লেখা প্রকাশ হতে থাকে কচিকাঁচার আসর, খেলাঘর আর মুকুলের মাহফিলে। ১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে অবসরে যান।
সুকুমার বড়ুয়া প্রায় ৬০ বছর ধরে ছড়া লিখে নানা অভিধায অভিষিক্ত হযেছেন। যেমন: ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’, ‘ছড়াসম্রাট’ ইত্যাদি। ব্যঙ্গাত্মক, হাস্যরসাত্মক, নৈতিক শিক্ষামূলক রচনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা আর রাজনৈতিক বার্তাও তার লেখায় এসেছে।