স্বাস্থ্য

রাজশাহীর তিন ক্লিনিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরীর তিনটি ক্লিনিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে নগরীর লক্ষ্মিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, বিকেলে নগরীর গ্রাজুয়েট ডায়াগনস্টিক সেন্টার, মুন ডায়াগনস্টিক সেন্টার ও নিউ ইবনেসিনা হাসপাতালে অভিযান চালানো হয়।

 

এ সময় গ্রাজুয়েট ডায়াগনস্টিক সেন্টার এবং মুন ডায়াগনস্টিক সেন্টারের রেজিস্ট্রেশন না থাকায় এবং এক্সরে মেশিন ব্যবহারের অনুমতি না থাকায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে   মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

তিনি আরো জানান, নিউ ইবনেসিনা হাসপাতালের রেজিস্ট্রেশন রয়েছে। তবে অব্যবস্থাপনার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট শিমুল আখতার। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত চলার সময় রাজশাহী সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ফরিদ হোসেনসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

       

রাইজিংবিডি/রাজশাহী/২১ এপ্রিল ২০১৫/তানজিমুল হক/রণজিৎ