স্বাস্থ্য

পুষ্টি সচেতনে সারাদেশে পুষ্টিবিদ নিয়োগ

সচিবালয় প্রতিবেদক : পুষ্টিজ্ঞান সম্পর্কে সচেতন করতে সারাদেশে পুষ্টিবিদ নিয়োগ করা বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জাতীয় পুষ্টি পরিষদের নির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আর্থিক অসামর্থ্যের কারণে গ্রামের দরিদ্র জনগোষ্ঠী  যথাযথ পুষ্টি গ্রহণ থেকে বঞ্চিত। অন্যদিকে, ধনী শ্রেণির মানুষ সচেতনতার অভাবে সঠিক পুষ্টিগুণ খাবার গ্রহণ করছেন না। সবার মধ্যে সঠিক পুষ্টিজ্ঞান তুলে ধরতে শিগগিরই সারাদেশে পুষ্টিবিদ নিয়োগ দেওয়া হবে।  স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এমনকি প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশ কয়েকটি ক্ষেত্রে এগিয়ে গেছে। নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে জনগণের পুষ্টিমান উন্নয়নেও বাংলাদেশ বিশ্বে উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিভিন্ন মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বেসরকারি সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৭/আসাদ/হাসান/মুশফিক