স্বাস্থ্য

বিএসএমএমইউতে ভর্তি পরীক্ষা ৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জুলাই-২০১৬ সেশনের এমফিল/এম.এমএড/ ডিপ্লোমা কোর্সসমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, ৩১ মার্চ। ওই দিন সকাল ৯টায় বুয়েটের মূল ও পশ্চিম পলাশী ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার জানান, মেডিসিন, সার্জারি, ডেনটিস্ট্রি এবং বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদভুক্ত এমফিল, এম.এমএড ও ডিপ্লোমা কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর চারটি অনুষদ থেকে মোট ৯৪১টি আসনের বিপরীতে ৬৫৫৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এ বছর মেডিসিন অনুষদে ২২১৮ জন পরীক্ষার্থী, সার্জারি অনুষদে ৩১২৫ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ১০৩৭ জন এবং ডেনটিস্ট্রি অনুষদে ১৭৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। কোর্সভিত্তিক এমফিলে ৯৪১ জন, এম.এমএডে  ১৮ জন এবং ডিপ্লোমা কোর্সে ৫৫৯৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এ বছর মোট আসন সংখ্যা হলো ৯৪১। এর মধ্যে এমফিলে ১৭৭টি, এম.এমএডে ১০টি এবং ডিপ্লোমা কোর্সের আসন সংখ্যা হলো ৭৫৪টি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নির্দেশনায় ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম। তিনি জানান, পরীক্ষার ফলাফল ওই দিনই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) প্রকাশ করা হবে। রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/সাওন/সাইফুল