স্বাস্থ্য

অব্যাহত থাকবে অটিস্টিক শিশুদের সহায়তা

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, অটিস্টিক শিশুদের পাশে রাষ্ট্র ও সরকার রয়েছে। দেশের চিকিৎসকেরা তাদের পাশে আছেন। এ বিশ্ববিদ্যালয়ে অটিস্টিক শিশুদের চিকিৎসা সেবাসহ সব ধরনের সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। সোমবার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের বিনামূল্যে সুন্নতে খাতনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এস্টাবলিশমেন্ট অব ইনস্টিটিউট ফর নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) প্রকল্পের আওতায় পরিচালিত ইপনা অটিজম স্কুল ডে-কেয়ার-এ অধ্যয়নরতদের সুন্নতে খাতনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের নবম তলায় শিশু সার্জারি বিভাগ এ খাতনার আয়োজন করে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় অটিস্টিক শিশু ও অটিজম ব্যক্তিদের নিয়ে কাজ করা সফল প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিস অর্ডার অ্যান্ড অটিজম প্রথম পুরস্কারে ভূষিত হয়। গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করায় ইপনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপাচার্য। প্রথমবারের মতো আয়োজিত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস্টাবলিশমেন্ট অব ইনস্টিটিউট ফর পেডিয়াট্রিক নিইরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম ইন বিএসএমএমইউ প্রকল্প-এর প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. শাহীন আকতার। সভাপতিত্ব করেন শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রুহুল আমিন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, ইপনার প্রকল্প উপপরিচালক মোহাম্মদ আব্দুল কাদের, সহযোগী অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ডু, শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেন প্রমুখসহ অটিস্টিক শিশু, তাদের পিতামাতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জামাল। খাতনায় শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রুহুল আমিনের নেতৃত্বে ওই বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকেরা, অ্যানেসথেশিয়া বিভাগের চিকিৎসকেরা ও সংশ্লিষ্ট নার্সরা অংশ নেন। রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৭/সাওন/এসএন