স্বাস্থ্য

‘চিকুনগুনিয়া মহামারী কোনো রোগ নয়\`

সচিবালয় প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকুনগুনিয়া দেশব্যাপী ছড়িয়েছে, এটি সঠিক। তবে এটি মহামারী কোনো রোগ নয়। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২৮তম বিশ্ব জনসংখ্যা দিবস  উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে  তিনি এ কথা বলেন।  তিনি বলেন, চিকুনগুনিয়া এটি মশাবাহিত রোগ। মশা নিধনের দায়িত্ব সিটি করপোরেশনের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। রোগের চিকিৎসা দেওয়ার দায়িত্ব মন্ত্রণালয়ের। সেক্ষেত্রে আমাদের হাসপাতালগুলোকে সতর্ক রাখাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশবাসীকে মশার কামড় থেকে নিজেদের রক্ষার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সিটি করপোরেশনের দুই মেয়রকেও অনুরোধ করি, তারা যেন এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৭/আসাদ/মুশফিক