স্বাস্থ্য

মুক্তামণিকে দেখতে হাসপাতালে মুশফিকুর রহিম

নিজস্ব প্রতিবেদক : অজানা রোগে আক্রান্ত মুক্তামণিকে (১২) দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালে গেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। শনিবার বেলা দেড়টার দিকে তিনি মুক্তামণির কেবিনে যান। সেখান ১৫-২০ মিনিট অবস্থান করেন মুশফিকুর রহিম। তিনি মুক্তামণির খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনসহ অন্য চিকিৎসকরা। ডা. সামন্ত লাল সেন জানান, মুশফিকুর রহিম মুক্তামণিকে বলেছেন, আমরা সবাই তোমার সঙ্গে আছি, সবাই তোমার জন্য দোয়া করছে। চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে উঠবে।

 

রোগ শনাক্ত হয়েছে কিনা, জানতে চাইলে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘না, এখনো মুক্তামণির রোগ শনাক্ত হয়নি। হয়তো আগামী সপ্তাহে বলা যাবে, মুক্তামণি কোন ধরনের রোগে আক্রান্ত।’ মুক্তামণির বাবা মো. ইব্রাহিম হোসেন বলেন, ‘তার (মুশফিকুর রহিম) মতো একজন ক্রিকেটার আমার মেয়েকে দেখতে এসেছেন, আমার মেয়ের মাথায় হাত রেখে দোয়া করেছেন, এতে আমার জীবন ধন্য হয়ে গেছে। আমরা খুব খুশি, খুব খুশি, খুব খুশি। এতো খুশি যে ভাষায় প্রকাশ করতে পারব না।’ গত ১১ জুলাই মুক্তামণিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মুক্তামণি সাতক্ষীরার সদর উপজেলার দক্ষিণ কামার পাশা গ্রামের মো. ইব্রাহিম হোসেন ও আসমা খাতুনের মেয়ে। রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/সাওন/রফিক