স্বাস্থ্য

পাঁচ শতাধিক চিকিৎসকের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ শতাধিক চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ অনুযায়ী মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৫২১ জনের পদোন্নতি চূড়ান্ত করে। প্রয়োজনে যাচাই-বাছাইয়ের মাধ্যমে আরো চিকিৎসককে পদোন্নতি দেওয়া হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পদোন্নতি পেয়েছেন অবস অ্যান্ড গাইনি বিভাগে ৪৯ জন, মেডিসিন বিভাগে ৪৪ জন, সার্জারি বিভাগে ৩৮ জন এবং কার্ডিওলজি বিভাগে ৩১ জন। রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৭/সাওন/রফিক