স্বাস্থ্য

হৃদরোগীদের চিকিৎসা দিলেন ডা. রাজেশ দেব

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. রাজেশ দেব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জটিল হৃদরোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। একইদিন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে হৃদরোগ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার ‘কমপ্লেক্স পিসিআই-হাউ টু মেক ইট সিম্পল’ অনুষ্ঠিত হয়। বিভাগীয় একাডেমিক রিসার্চ সেলের উদ্যোগে বি ব্লকের নীচতলায় শহীদ ডা. মিলন হলে এ সেমিনার হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সভাপতিত্ব করেন একাডেমিক রিসার্চ সেলের সভাপতি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. রাজেশ দেব। উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, এ ধরনের সেমিনার চিকিৎসকদের জটিল হৃদরোগীদের পারস্পরিক জ্ঞানের আদান-প্রদান ও অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে উল্লেখ করবেন। নৌমন্ত্রীকে দেখতে গেলেন বিএসএমএমইউ উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে দেখতে যান উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে মন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আফজাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন প্রমুখ। উল্লেখ্য, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলামের অধীনে চিকিৎসাধীন রয়েছেন শাজাহান খান। প্রশিক্ষণ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে ‘কারিকুলাম কনসেপ্ট, মডেলস অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্রাটেজি (লেশন প্লান)’ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।   প্রক্টরের পিতার ইন্তেকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমানের পিতা মো. আব্দুল ওয়াদুদ (৮০) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫মিনিটে ৫২২ নম্বর কেবিনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এক শোক বিবৃতিতে মো. আব্দুল ওয়াদুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আব্দুল ওয়াদুদ চার ছেলে, তিন মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৭/সাওন/সাইফ