স্বাস্থ্য

আরো ১ মাস বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক : বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে ওষুধসহ সরবরাহসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম আরো এক মাস বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় রাইজিংবিডিকে এ তথ্য জানান। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং নাগরিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ডিএসসিসি কর্তৃপক্ষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের মেয়াদ এক মাস বৃদ্ধি করেছে। দ্বিতীয় বারের মতো চলমান এ কার্যক্রমের মেয়াদ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) শেষ হয়। তবে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নাগরিকদের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রমের মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেন। ঢাকা মহানগর দক্ষিণের অধিবাসীরা ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে এ সেবা নিতে পারবেন। উল্লেখ্য, বিনামূল্যে স্বাস্থ্যসেবার জন্য এ পর্যন্ত ডিএসসিসির কল সেন্টারে ৩৮ হাজার ৯৮৮টি কল এসেছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার কল ১৬ হাজার ১৭টি। বাড়িতে গিয়ে সেবা দেওয়া হয়েছে ৯ হাজার ২০৮ জনকে। রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৭/আসাদ/রফিক