স্বাস্থ্য

বিএসএমএমইউতে ওরিয়েনটেশন অন মেনটরশিপ প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইউএনএফপি-এর সহায়তায় ‘স্ট্রেননিং  দ্য হেলথ সিস্টেম টু প্রোভাইড অ্যাকসেসিবল অ্যান্ড  এফরডেবল কোয়ালিটি অফ কেয়ার অ্যান্ড সার্ভিস টু রিডিউস ম্যাটারনাল মরটালিটি ফোকাসড অন পিপিএইচ, একলামসিয়া অ্যান্ড স্টান্ডার্ড লেবার রুম প্রাকটিস’ শীর্ষক ওরিয়েনটেশন অন মেনটরশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ডিজিএইচএস ও ওজিএসবি এর উদ্যোগে আয়োজিত এই মেনটরশিপ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক সাহেলা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, ইউএনএফপি এর প্রতিনিধি সত্যনারায়ণ ডোরাইস্বামী, ইউনিসেফ-এর ডা. ফারহানা শামস সুমি, ডা. আবু সাদত মোহাম্মদ সায়েম। সভাপতিত্ব করেন ওজিএসবি এর সভাপতি অধ্যাপক ডা. লায়লা আঞ্জুমান্দ বানু। স্বাগত বক্তব্য রাখেন ওজিএসবি এর মহাসচিব অধ্যাপক ডা. ফিরোজা বেগম। অনুষ্ঠানে অধ্যাপক ডা. রওশন আরা বেগম, অধ্যাপক ডা. ফিরোজা বেগম, সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করিম কাজল, সহযোগী অধ্যাপক ডা. ফওজিয়া হোসেন, সহযোগী অধ্যাপক ডা. শিউলী চৌধুরী প্রমুখসহ দেশের গাইনোকোলজি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/১০ এপ্রিল ২০১৮/সাওন/সাইফ