স্বাস্থ্য

‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নিরাময় অযোগ্য ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পরিচর্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ডওয়াইড হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্সের মধ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ নামে একটি প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং ওয়ার্ল্ডওয়াইড হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্সের (ডব্লিউএইচপিসিএ) এক্সিকিউটিভ ডিরেক্টর স্টিফেন কোন্নর পক্ষে স্বাক্ষর করেন ডব্লিউএইচপিসিএর গ্লোবাল অ্যাডভোকেসি ডিরেক্টর ক্লেয়ার মার্গারেট মরিস। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎআইভী। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরী, ওয়ার্ল্ডওয়াইড হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্সের (ডব্লিউএইচপিসিএ) গ্লোবাল অ্যাডভোকেসি ডিরেক্টর ক্লেয়ার মার্গারেট মরিস প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৮/সাওন/রফিক