স্বাস্থ্য

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বিএসএমএমইউয়ের ৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭’ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৫ কৃতী শিক্ষার্থী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোনীত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের (১৬৩ জন) কৃতী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক বিতরণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকৃষ্ট করার নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানটি সকাল ১১টায় এ বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটরিয়ামে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠানটি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করে। অডিটরিয়ামে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, লিভার বিভাগের অধ্যাপক ডা. সেলিমুর রহমান, নাক কান গলা বিভাগের অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চু, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. দেবতোষ কুমার পাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহান প্রমুখ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রাপ্ত ৫ কৃতি শিক্ষার্থী হলেন-মেডিসিন অনুষদের মনোরোগবিদ্যা বিভাগের ডা. হোসেনে আরা, সার্জারি অনুষদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের ডা. জান্নাতুল ফেরদৌস, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ফার্মাকোলজি বিভাগের ডা. ফাতিহা তাসমিন জীনিয়া, ডেন্টাল অনুষদের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগের ডা. দেওরিকা প্রসাদ বাজগাই, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের মো. শাখাওয়াত হোসেন চৌধুরী। রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৮/সাওন/সাইফ