স্বাস্থ্য

ডা. কনক কান্তির ফেলোশিপ লাভ

নিজস্ব প্রতিবেদক : দেশ-বিদেশে নিউরোসার্জারি বিষয়ে চিকিৎসাসেবা, গবেষণা ও শিক্ষকতায় অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অব লন্ডন কর্তৃক সম্মানসূচক ফেলোশিপ লাভ করেছেন। রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অব লন্ডনের প্রেসিডেন্ট ইলেক্ট ডা. আন্দ্রে গুড্ডার্ড ইমেইলের মাধ্যমে পাঠানো পত্রে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার ফেলো নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বছরের জুলাই অথবা সেপ্টেম্বরে রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অব লন্ডনের ফেলোশিপ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াকে অনুরোধ করা হয়েছে। কনক কান্তি বড়ুয়া ১৯৭৭ সালের এপ্রিল মাসে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি ১৯৯০ সালে এফসিপিএস, ২০০৩ সালে এমস (নিউরোসার্জারি), ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এফআইসিএস (ফেলোশিপ অব ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জন্স) অ্যাওয়ার্ডে ভূষিত হন। রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৮/সাওন/রফিক