স্বাস্থ্য

বিভাগের দায়িত্ব থেকে অবসরে ডা. কনক কান্তি বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগ থেকে অবসরে গেলেন ওই বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, সার্জারি অনুষদের সাবেক ডিন, দেশের প্রখ্যাত নিউরোসার্জন বিশেষজ্ঞ ও এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সি ব্লকে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নিউরোসার্জারি বিভাগ থেকে অবসরে যাওয়া উপলক্ষে ওই বিভাগের উদ্যোগে একটি বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায়ী সংবর্ধনায় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘প্রকৃতপক্ষে শর্টকাট বলে কিছু নেই। নিউরোসার্জারিতে এই কথাটি আরো বেশি গুরুত্ব বহন করে। সততা ও নৈতিকতার প্রতি অটুট থেকে অবিরাম কাজ করে যাও, জীবনে সফল হবেই। কাজের ক্ষেত্রে “না” করো না। কর্মজীবনকে উপভোগ্য করে তুলো। ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বৃহত্তর স্বার্থের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে।’ নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ টি এম মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক ডা. আখলাক হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ সাম্যবাদী দল ও ১৪ দলের অন্যতম নেতা দিলীপ বড়ুয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান প্রমুখ। আলোচকরা বলেন, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া চারিত্রিক গুণাবলির দিক দিয়ে সৎ ও বিশাল মনের একজন ন্যায়-নীতিনিষ্ঠাবান মানুষ। সহনশীলতা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। রোগীদের প্রতি তার মমত্ববোধ ও সেবাপরায়ণ মনোভাব সর্বদাই অনুসরণীয় ও অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ২০১৮ সালের ২৪ মার্চ থেকে উপাচার্য হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি আগামী ২০২১ সালের ২৩ মার্চ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৯/সাওন/সাইফুল