স্বাস্থ্য

হৃদরোগ বিষয়ে আর্ন্তজাতিক কনফারেন্স শুরু ৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক : আগামী ৮ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে হৃদরোগ রির্সাচ আর্ন্তজাতিক কনফারেন্স বাংলাদেশ ইন্টারভেনশনাল কনফারেন্স । বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশনে কার্ডিওলজি বিভাগ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. ইয়াংজিয়াউ, (চীন), অধ্যাপক ডা. রাজিস এম ডাবি (ইউএস),  ডা. গোরান অলিভেক্রোন (সুইডেন), ডা. থাকসি আকাসা (জাপান), অধ্যাপক ডা. পেটার ক্লেমম্যানসিন উপস্থিত থাকবেন। এ ছাড়া আগামী ৬ মার্চ বুধবার এই কনফারেন্সকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে ক্যাথল্যাবে কিছু সংখ্যক রোগীর করোনারী এনজিওপ্লাস্টি করা হবে। আগ্রহী রোগীদের আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ৪ তলায় কার্ডিওলজি বিভাগের রুম নং-৪১৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৯/সাওন/ইভা