স্বাস্থ্য

‘ট্রমা চিকিৎসায় ঘাটতি মেটাতে এটিএলএস কোর্স প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক : আমাদের দেশের ট্রমা চিকিৎসা ব্যবস্থাপনায় অনেক ঘাটতি আছে। এই ঘাটতি মেটানোর জন্য ডাক্তারদের অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) কোর্স করা প্রয়োজন। গুরুতর আহত ব্যক্তিকে সময়মতো বিশেষজ্ঞ ট্রমা চিকিৎসা প্রদানে এটিএলএস কোর্সে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস)  স্কিল ডেভেলপমন্টে ল্যাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের অনারারি সচিব অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরী। তিনি বলেন, ট্রমা ব্যবস্থাপনাটি মূলতঃ দুর্ঘটনাস্থল থেকে শুরু করে তিন স্তরের চিকিৎসাসেবার সাথে শুরু করা হয়। হাসপাতালের চিকিৎসাসেবা জরুরি বিভাগ থেকে শুরু হয়। কিন্তু দুর্ঘটনাস্থল থেকে রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসার সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই সময়ে রোগীদেরকে জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা প্রদান করা অত্যাবশ্যক। আমাদের দেশের ট্রমা চিকিৎসা ব্যবস্থাপনায়  এ বিষয়ে অনেক ঘাটতি আছে। তিনি বলেন, এটিএলএস বর্তমানে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ইন্দোনেশিয়া, মিয়ানমার, থাইল্যান্ডসহ বিশ্বের ৮৩টি দেশে অনুশীলন করছে এবং নতুন সদস্য হিসেবে বাংলাদেশ ৮৪তম দেশ। আমেরিকান কলেজ অব সার্জনসের এই কোর্সটি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস ও দ্য সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ এবং আমেরিকান কলেজ অব সার্জনসের মধ্যকার চুক্তির অধীনে বাংলাদেশে চালু করা হয়েছে। তিনি আরো বলেন, এটিএলএস প্রোগ্রামটি আহত ব্যক্তিদের সময়মতো ও যথাযথ সংগঠিত ট্রমা চিকিৎসার মাধ্যমে ক্ষতির পরিমাণ কমানোর প্রতিশ্রুতি দিয়ে থাকে। তাছাড়া, ডাক্তারদের সাংগঠনিক ও পদ্ধতিগত দক্ষতা বিকাশে সহায়তা করবে। এটিএলএস নিশ্চিত করে যে বিশ্বের সকল ডাক্তার একটি অভিন্ন পদ্ধতিতে ট্রমা রোগীদের চিকিৎসা করবেন এবং ট্রমা ব্যবস্থাপনায় বিশ্বমানের সাথে সমানভাবে কাজ করবেন। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, হংকং, মালয়েশিয়া এবং বাংলাদেশ থেকে পাঁচটি বিষয়ের ১২ জন প্রশিক্ষক ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি এটিএলএস প্রোভাইডার কোর্স পরিচালনা করছেন। কলেজ থেকে পাস করা ১৬ জন সিনিয়র ফেলো ডাক্তার উক্ত কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। আগামী ১ থেকে ২ মার্চ এটিএলএস ইনস্ট্রাকটর কোর্স কলেজের স্কিল ডেভেলপমেন্ট এটিএলএস ল্যাবে অনুষ্ঠিত হবে। ওই প্রোগ্রামেও বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন সিনিয়র ফেলো ডাক্তার উক্ত কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। এটিএলএস কোর্সটি বিসিপিএসের স্কিল ল্যাবে নিয়মিতভাবে পরিচালিত হলে বাংলাদেশের ট্রমা চিকিৎসা ব্যবস্থাপনায় ডাক্তারদের দক্ষতা অর্জনে তথা দুর্ঘটনাকবলিত রোগীদের জরুরি চিকিৎসাসেবা প্রদানে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের  সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। উপস্থিত ছিলেন- বিসিপিএসের সম্মানিত কাউন্সিলর অধ্যাপক ডা. এস এ এম গোলাম কিবরিয়াসহ বিদেশী ফ্যাকাল্টিবৃন্দ, কোর্স কোঅর্ডিনেটর ও কোর্স এডুকেটরগণ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে উল্লেখ করেন। তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও এটিএলএস কোর্স  চালু করা হবে। রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৯/সাওন/রফিক