স্বাস্থ্য

নির্মাণকাজের অগ্রগতিতে স্বাস্থ্যমন্ত্রীর সন্তোষ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণ কার্যক্রম পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার বিকেলে তিনি পরিদর্শনে আসেন। এ সময় কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান। কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই এই স্পেশালাইজড হাসপাতালের নির্মাণকাজ সমাপ্ত হবে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী বিকেলে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের প্রধান অডিটরিয়ামে বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের (বিপিএ) তিন দিনব্যাপী ৫ম আন্তর্জাতিক সম্মেলন ও বিপিএ-এর ২১তম দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৯/সাওন/সাইফ