স্বাস্থ্য

বঙ্গবন্ধু মেডিক্যালে শিশুদের বিনামূল্যে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিশু কার্ডিওলজি বিভাগের অধীনে অতি দরিদ্র অথবা দরিদ্র শিশুদের জন্য বিনা অপারেশন ও বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চালু আছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে তিনি এই বিশ্বব্যিালয়ে ব্লক-ডি, কক্ষ নং-৪০৪ (চতুর্থ তলা), ফোন-০২-৯৬১২৬৫৩, মোবাইল-০১৯২১৭২৩৬৫৮, ০১৯৫৫৯৩৮৪৯৭ তে সংশ্লিষ্ট রোগী অথবা অভিভাবকদের যোগাযোগের অনুরোধ জানান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, অতি দরিদ্র বা দরিদ্র শিশু হৃদরোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বিনা অপারেশনে, প্রয়োজনে অপারেশনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবার মতো এই মহতী কার্যক্রমটি চালু করা হয়েছে। বিনা অপারেশনে ও অপারেশনের মাধ্যমে জন্মগত হৃদরোগের চিকিৎসা কার্যক্রমের সার্বিক দায়িত্বে রয়েছেন শিশু কার্ডিওলজি বিভাগ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট বিষয়ের পরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৯/সাওন/সাইফ