স্বাস্থ্য

ঢামেকে ৫০টি আইসিইউ বেড সংযোজনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আরো ৫০টি আইসিইউ বেড সংযোজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা সংক্রান্ত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়ে যাবেন তাদের করণীয় বিষয়ে জানাতে মোবাইল ফোনে এসএমএস পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৯/সাওন/রফিক