স্বাস্থ্য

চিকিৎসকরা পরীক্ষা পরিদর্শক, ক্ষুব্ধ নার্সরা

হয়ে গেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির বিভিন্ন কোর্সের (বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি) ভর্তি পরীক্ষা।

শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় কেন্দ্র প্রধান ও পরীক্ষা পরিদর্শক ছিলেন চিকিৎসকরা। ফলে এতে ক্ষুব্ধ হয়েছেন উচ্চ শিক্ষিত নার্সরা।

স্বাধীনতা নার্সেস পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ বলেন, পিএইচডি, এমএসসি ইন নার্সিং, এমপিএইচ এবং বিএসসি ইন নার্সিং সম্পন্ন যারা আছে তারাই উপযুক্ত। তারাই পরীক্ষায় কেন্দ্র প্রধান ও পরীক্ষা পরিদর্শক হিসেবে পরীক্ষা নিয়ে আসছেন। হঠাৎ করে এ বছর আমাদের বাদ দিয়ে চিকিসকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আহবান জানাবো আগামীতে যাতে এ ধরনের কোনো সিন্ধান্ত নেওয়ার আগে আমাদের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা/সাওন/সাইফ