স্বাস্থ্য

ধর্ষণের শিকার ঢাবি শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত

ধর্ষণের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষার্থী শারীরিকভাবে শঙ্কামুক্ত আছেন। তবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত।

সোমবার বিকেলে ‌ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢ‌ামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এ কথা বলেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

এ সময় ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, ধর্ষণের শিকার হওয়া ওই তরুণীর হাত, পা ও গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন‌্য পাঠানো হয়েছে। ডিএনএ টেস্টের ফল থেকে জানা যাবে যে, ধর্ষণে একজন না কি একাধিক ব‌্যক্তি জড়িত।

গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। বাস থেকে নামার পর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। ঢাকা/সাওন/রফিক