স্বাস্থ্য

‘প্রয়োজনে বিদেশে নেয়া হবে কাদেরকে’

শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া। প্রয়োজন হলে চিকিৎসার জন্য ওবায়দুল‌ কাদেরকে বিদেশে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে শ্বাসকষ্টজনিত সমস‌্যা নিয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের।

কার্ডিওলজি বিভাগের সিসিউতে ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি। 

অধ্যাপক ডা. আলী আহসান বলেছেন, দুশ্চিন্তার কিছু নেই। তাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে।

ক‌য়েক মাস আ‌গে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। এখনো নির্দিষ্ট সময় পরপর তি‌নি ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চি‌কিৎসক‌দের পরামর্শ নি‌তে যান।

গত ২ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হলে এনজিওগ্রামে কাদেরের হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। ভর্তি করা হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

কয়েকদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. শিভাথাসান কুমারস্বামীর নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি হয়। ঢাকা/পার‌ভেজ/রফিক