স্বাস্থ্য

সারাদেশে মাস্ক তৈরির আহ্বান

কোভিড-১৯ মোকাবিলায় সারাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মাস্ক তৈরির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডা. আবুল কালাম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

সেখানে তিনি বলেন, ‘সারাদেশে মাস্ক তৈরি করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী হতে হবে।’

তিনি বলেন, ‘পপলিনের কাপড় দিয়ে তিনটি স্তর বিশিষ্ট এ মাস্ক তৈরি করা যাবে। মাস্ক পরার জন্য পপলিনের ফিতা থাকতে হবে। একবার ব্যবহার করে তা সাবান-পানি দিয়ে ধুয়ে ও শুকিয়ে মাস্কটি আবার ব্যবহার করা যাবে।’ ঢাকা/সাওন/নূর/সনি