স্বাস্থ্য

কমিউনিটি ট্রান্সমিশনে‌ মিরপুরের রোগীর মৃত্যু কি না যাচাই হচ্ছে

রাজধানীর মিরপুরে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তি কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হয়েছিলেন কি না তা যাচাই করছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ।  

রোববার (২২ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘যখনই আমরা সাসপেক্ট করি, তখনই করোনা ধরে নিয়েই আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করি। মিরপুরে করোনায় মৃত ব্যক্তি কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত কি না সেটা বলার আগে আরও একটু সময় নিচ্ছি। আমরা এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। মিরপুরে একজন রোগী মারা গেছেন, যিনি বিদেশ থেকে আসেননি কিংবা তার পরিবারের সদস্য বিদেশ থেকে আসেননি, এমনটি বলা হচ্ছে। কিন্তু তার পাশের ভবনে বিদেশ থেকে দুজন এসেছেন, এরকম আমরা সন্ধান পেয়েছি। তাদের নমুনা আমরা সংগ্রহ করেছি। দেখতে চাই যে, তাদের মধ্যে সংক্রমণ ছিল কিনা, তাদের কাছ থেকে সংক্রমণ এসেছে কি না। ’

আইইডিসিআরের পরিচালক আরো বলেন, ‘আরেকজন সন্দেভাজনের ক্ষেত্রে আমরা তথ্য সংগ্রহ করছি। আমরা এখন পর্যন্ত এক্সটেন্সিভ সংগ্রহ করছি। অন্য ক্ষেত্রে আমরা যখন কন্ট্রাক ট্রেসিং করি, লক্ষণ ও উপসর্গ হওয়ার চার দিন আগে থেকে করি। কিন্তু এনাদের ক্ষেত্রে আমরা ১৪ দিন আগে থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। কারণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা চাই যে, সোর্স অফ ইনফেকশন কোনটা তাকে আইডেন্টিফাই করতে।’ ঢাকা/নূর/সাজেদ