স্বাস্থ্য

চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতে হাসপাতালে অভিযান

করোনার সময় বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকরা উপস্থিত আছেন কি না, তা মনিটরিং করতে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৪ এপ্রিল)বেলা সাড়ে ১১টার দিকে অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

এই প্রসঙ্গে অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলোতে জ্বর-সর্দি-কাশির রোগীদের চিকিৎসা দিচ্ছে কি না, তা দেখছি। আমরা স্কয়ার, আনোয়ার খান মডার্ন হাসপাতাল, কমফোর্ট হাসপাতাল, শমরিতা হাসপাতাল, বিআরবি হাসপাতাল, গ্রিন লাইফ হাসপাতাল পরিদর্শন করেছি। পরিদর্শনে দেখা গেছে রোগী কম। কোনো কোনো হাসপাতালে ডাক্তার আছেন। কোথাও কোথাও মাত্র আসছেন।’

আব্দুল জব্বার মণ্ডল আরও বলেন, ‘এখন কেরানীগঞ্জে যাচ্ছি।’ ওই এলাকার হাসপাতালে অভিযান চালাবেন বলেও তিনি জানান।

 

ঢাকা/নূর/এনই