স্বাস্থ্য

সাড়ে ১৩ লাখ কল, ২৯শ জনের করোনা পরীক্ষা

গত ২৪ ঘণ্টায় করোনার জন্য হটলাইনে কল এসেছে ৯৭ হাজার ৯৪৮টি। আর দেশে করোনা রোগী শনাক্তের পর এখন পর্যন্ত হটলাইনগুলোতে মোট ১৩ লাখ ৭০ হাজার ৫৮৩টি কল এসেছে।

এছাড়া বিভিন্ন হাসপাতালে আসা রোগী ও হটলাইনে কলের পর লক্ষণ উপসর্গ মিলে যাওয়ায় রোববার (০৫ এপ্রিল) পর্যন্ত ২ হাজার ৯১৪ জনের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ‌্যে ৮৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৭ জনের।

তিনি জানান, বর্তমানে হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টাইনে আছেন ৭৯ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ১২ হাজার ৫৮০ জন।

রোববার করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম জানান, গত ২৪ ঘণ্টায় ১০ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে।  এ পর্যন্ত মোট ৪২০ জনকে আইসোলেশনে নেওয়া হয়। এর মধ্যে ৩৩৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।  বর্তমানে আইসোলেশনে আছেন ৮৪ জন।

দেশে এখন পর্যন্ত ৮৮ জন করোনা আক্রান্তের খরব নিশ্চিত করেছে আইইডিসিআর। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। ঢাকা/সাওন/জেডআর