স্বাস্থ্য

হাসপাতালে নতুন ৩ ডেঙ্গু রোগী

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় তিনজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এ তথ্য জানিয়েছেন।

ডা. আয়েশা জানান, চলতি বছরে এখন পর্যন্ত ২৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৭০ জন সুস্থ হয়েছেন। চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি আরো জানান, হাসপাতালে থাকা চারজন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন নেই।

এর আগে মার্চ মাসে ২৭ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন ও জানুয়ারিতে ১৯৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঢাকা/সাওন/রফিক