রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৮ চিকিৎসক ও ১৬ নার্সসহ ৩০ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ওই হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. কাজল কুমার কর্মকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ১৫ চিকিৎসক ও ৩৭ নার্সকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ডা. কাজল কুমার কর্মকার বলেছেন, ‘রোগীদের মাধ্যমে করোনায় সংক্রমিত হয়েছেন ওই চিকিৎসক ও নার্সরা। হাসপাতালে আসা ১০ রোগী করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে এক শিশুসহ দুজন মারা গেছেন। তারা আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হতে শুরু করেন। এ পর্যন্ত ১০৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’ ঢাকা/সাওন/রফিক