স্বাস্থ্য

‘পোশাককর্মীদের জন্য আলাদা কোয়ারেন্টাইন ব্যবস্থা করতে হবে’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘পোশাককর্মীদের জন্য আলাদা কোয়ারেনটাইন ব্যবস্থা করতে হবে। কোনো শ্রমিক করোনায় আক্রান্ত হলে তাকে যেন ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে।’

রোববার (৩ মে)  সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কথা বলেন তিনি।

করোনা পরিস্থিতির মধ্যে পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালুর বিষয়ে আলোচনা করতে এ আন্তঃমন্ত্রণালয় সভা হয়। এতে সভাপতিত্ব করেন জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কঠোরভাবে স্বাস্থ্যবিধি বজায় রেখে পোশাক কারখানাগুলো খোলা রাখা যাবে। দেশের মানুষের জীবন ও জীবিকা দুটোই ঠিক রাখতে হবে। তৈরি পোশাক খাত দীর্ঘদিন বন্ধ থাকলে আমরা আন্তর্জাতিক বাজারে পিছিয়ে যাব। অন্যদিকে, করোনার এই দুঃসময়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষারও উদ্যোগ নিতে হবে।’

বৈঠকে শ্রমিকদের থাকা, খাওয়া ও যাতায়াতে আলাদা ব্যবস্থা করা, করোনা পরীক্ষার সুবিধা বৃদ্ধি, কোনো কারখানায় বেশি মানুষ আক্রান্ত হলে তা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যানের মধ্যে বিকিএমইএর সভাপতি সেলিম ওসমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, বিএমএর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ,শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিজিএমইএর সভাপতি রুবানা হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সলান, ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিল্প সংস্থার নেতা এবং স্বাস্থ্য খাত ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা/আসাদ/রফিক