স্বাস্থ্য

‘বেসরকারি মেডিক্যালে কর্মরতদের ঈদ বোনাস বন্ধ অমানবিক’

বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক, ডাক্তার, কর্মচারীদের ঈদ বোনাস বাতিল ও বেতন কর্তনের সিদ্ধান্ত অমানবিক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবলিটিস (এফডিএসআর)।

সোমবার (০৪ মে) এফডিআরএস চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনা মিল্টন গণমাধ্যমে পাঠানে এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, করোনার দুর্যোগময় পরিস্থিতিতে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন সম্প্রতি বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে ঈদ বোনাস না দেওয়া এবং বেতন কম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  যা কেবল অমানবিকই নয়, বরং চরম অন্যায়।

এফডিএসআর এমন অগ্রহণযোগ্য সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছে। এ ধরনের অন্যায় সিদ্ধান্ত কখনোই আমরা মেনে নেবো না এবং অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।  অন্যথায় দেশের সব চিকিৎসকদের সঙ্গে নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো এবং আইনি পদক্ষেপ নেবো। ঢাকা/নূর/জেডআর