স্বাস্থ্য

করোনা পরীক্ষার সংখ্যা ও স্থান বাড়ানো হবে: স্বাস্থ‌্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের পরীক্ষার (টেস্ট) সংখ্যাসহ পরীক্ষার স্থান আরও বাড়ানো হবে।  পাশাপাশি বঙ্গবন্ধু মেডিক‌্যালেও টেস্টের সক্ষমতা বাড়ানো হবে।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে সচিবালয়ে এক সভায় তিনি একথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের মিডিয়া সেল আয়োজিত ‘করোনায় টেকনিক্যাল কমিটি’র সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় তিনি বলেন, গার্মেন্টস, দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার বিষয়ে বিশেষজ্ঞদের প্রস্তাবনা ও পরামর্শ সরকারের কাছে শিগগিরই জমা দেওয়া হবে।

এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, হেলথ মিডিয়া সেলের আহ্বায়ক (অতিরিক্ত সচিব-প্রশাসন) মো. হাবিবুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা/আসাদ/জেডআর