স্বাস্থ্য

গণস্বাস্থ্যের কিট পরীক্ষা শুরু করছে বিএসএমএমইউ

করোনাভাইরাস শনাক্ত করার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু করতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বিএসএমএমইউ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘গণস্বাস্থ্যকে বিএসএমএমইউ থেকে চিঠি পাঠানো হয়েছে। এর ফলে কিট পরীক্ষায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে মনে করি। চিঠিতে পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ও পরীক্ষার জন্য ২০০ কিট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।’

 

ঢাকা/মামুন/রফিক