স্বাস্থ্য

ভেন্টিলেটর তৈরি করেছে ইউআইইউ

স্বল্প খরচের ভেন্টিলেটর তৈরিতে সফল হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

ইউআইইউ-এর এইআইএমএস ল্যাব ও এএনটিটি রোবোটিক্স ল্যাবের একদল গবেষক মিলে এটি তৈরি করেছে।

বুধবার (২০ মে) এআইএমএস ল্যাবের ফাউন্ডার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. খোন্দকার এ মামুন এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়টির নিজস্ব গবেষণাগারে প্রতি সপ্তাহে ২০টি মানসম্মত ইমারজেন্সি ভেন্টিলেটর তৈরি করা সম্ভব। বাংলাদেশ সরকার অথবা আঞ্চলিক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিতে উৎপাদন কারখানার সমন্বয়ে বড় আকারের উৎপাদনে যেতে সক্ষম এই উদ্ভাবিত ভেন্টিলেটরটি। বর্তমানে ভেন্টিলেটরটি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রয়েছে।

উদ্ভাবিত ভেন্টিলেটর নিয়ে আশাবাদ জানিয়ে অধ্যাপক ডা. খোন্দকার এ মামুন বলেন, ‘বাংলাদেশের করোনা যুদ্ধে অনেক সাহায্য করবে এটি। যন্ত্রটি দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি হয়েছে, যার ফলে খরচ ৪০ হাজার টাকার মধ্যে থাকবে।’

 

ইয়ামিন/সনি