স্বাস্থ্য

যে কারণে বয়স্করা করোনায় আক্রান্ত হচ্ছেন

পরিবারের সদস্যদের অসচেতনতার কারণে বয়স্ক ব্যক্তিরা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

বৃহস্পতিবার (৪ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান তিনি।

নাসিমা সুলতানা বলেন, বয়স্ক ব্যক্তিদের বিশেষ নজর রাখবেন। তারা বাসায় থাকছেন কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। বাসার অন্য সদস্যরা বাইরে যাচ্ছেন এবং বাসায় ফিরে এসে বয়স্ক ব্যক্তিদের কাছে যাচ্ছেন।  সে কারণে তারা আক্রান্ত হচ্ছেন।

তিনি বলেন, এক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমরা যেন বাইরে থেকে এসে বয়স্ক ব্যক্তিদের কাছে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরিধান করি।  তাদের  কাছে যাবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।  কথা বলার সময় শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, সবাই তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখবেন। নিজে সুরক্ষিত থাকবেন। পরিবারের অন্য সদস্যদেরও সুরক্ষিত রাখবেন।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮১ জনে দাঁড়িয়েছে। মামুন/সাইফ