স্বাস্থ্য

চিকিৎসকদের চিকিৎসা দিতে প্রস্তুত হচ্ছে বিএসএমএমইউ

করোনায় আক্রান্ত চিকিৎসকদের চিকিৎসা নিশ্চিতে প্রস্তুত করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-কে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসাসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহেতশামুল হক চৌধুরী স্বাক্ষরিত  এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়,  করোনায় সংক্রমিত চিকিৎসকদের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে মানসম্পন একটি হাসপাতাল নির্ধারণের জন্য বিএমএ’র পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

এতে আরও বলা হয়,  চিকিৎসকার জন্য  বিএমএ মহাসচিব  ডা. মো ইহেতশামুল হক চৌধুরী  বঙ্গবন্ধু শখ মুজিব মেডিক্যাল  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সঙ্গে আলোচনা করেছেন। আলোচনার সময়   বিএমএ’র দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন উপাচার্য।  পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ের চলমান করোনা ইউনিটের কাজ শেষ হলেই করোনায় সংক্রমিত চিকিৎসকদের চিকিৎসার জন্য ওই ইউনিটে শয্যা নির্ধারিত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

উল্লখ্য, বিশ্ববিদ্যালয়র করোনা ইউনিটের যাবতীয় সংস্কার কার্যক্রম ও যন্ত্রপাতি স্থাপনের কাজ প্রায় শেষের পথে। 

 

ঢাকা/সাওন/এনই