স্বাস্থ্য

রাইজিংবিডি স্বাস্থ্যকথা’র অতিথি ডা. আশরাফুল ও সিআইডি কর্মকর্তা

করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কৃত না হওয়ায় গোটা বিশ্বের মানুষ আতঙ্কে রয়েছেন।

তবে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি এখন পর্যন্ত বেশ কার্যকর বলে মনে করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। শুধু করোনা চিকিৎসায় নয়, ইবোলা, সার্স এবং ‘এইচ-ওয়ান-এন-ওয়ান’-এর মতো রোগের চিকিৎসায়ও এটি ব্যবহৃত হয়েছে।

বাংলাদেশেও এই চিকিৎসার পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে। প্লাজমা কীভাবে মানুষের শরীরে কাজ করে, ঝুঁকি কতটুকু, মানুষ প্লাজমা দানে কতটা আগ্রহী—এসব বিষয় নিয়ে ‘রাইজিংবিডি স্বাস্থ্যকথা’ নামে লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছে।

রোববার (৫ জুলাই) রাত ৮টায় রাইজিংবিডির ফেসবুক পেজ থেকে প্রচার হবে অনুষ্ঠানটি। এতে অতিথি হিসেবে যুক্ত হবেন শেখ হাসিনা বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক। এছাড়াও থাকবেন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার এস এম রফিকুল ইসলাম। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধিতে বড় ধরণের ভূমিকা রেখেছেন তিনি।

প্রশাসন কিংবা পুলিশের অভ্যন্তরীন চিকিৎসা ব্যবস্থায় প্লাজমা থেরাপি ব্যবহারে উদ্ভুদ্ধ করতে গিয়ে করোনা যোদ্ধা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। যার ধারাবাহিকতায় রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতাল ও নারায়ণগঞ্জসহ বেশ কয়েকটি জায়গায় পুলিশের করোনা চিকিৎসায় স্থাপিত হয়েছে প্লাজমা ব্যাংক।

‘রাইজিংবিডি স্বাস্থ্যকথা’ লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন। অনুষ্ঠানটিতে যুক্ত হতে ক্লিক করুন...

 

ঢাকা/এম এ রহমান/শান্ত