স্বাস্থ্য

গণস্বাস্থ্য নগর হাসপাতালে পূর্ণাঙ্গ নিউরো সায়েন্স সেন্টার

রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে পূর্ণাঙ্গ নিউরো সায়েন্স সেন্টার খোলা হয়েছে। এটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে আছেন অধ্যাপক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী।

সাধারণ জনগণকে কম খরচে স্বাস্থ‌্যসেবা দিতে গণস্বাস্ব্য নগর হাসপাতালের নিউরো সায়েন্স সেন্টারে মেরুদণ্ডের সমস্যা, সেরিব্রাল পালসি, পিএলআইডি, স্ট্রোক, প্যারালাইসিস, ডিমেনশিয়া, পারকিনসনসহ বিভিন্ন স্নায়ুবিক রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ‌্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেছেন, ‘যেসব রোগী শয্যাশায়ী, যাদের হাঁটা-চলায় সমস্যা, যাদের ভারত বা সিঙ্গাপুরে চিকিৎসা করানোর সামর্থ‌্য নেই, তাদেরকে গণস্বাস্থ্য নগর হাসপাতালের নিউরো সায়েন্স সেন্টারে শতভাগ সুচিকিৎসা দেওয়া হচ্ছে।’

অন্য জায়গায় চিকিৎসাসেবা নেওয়ার আগে গণস্বাস্থ্য নিউরো সায়েন্স সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।