স্বাস্থ্য

আবদুল মতিন খসরুর শারীরিক অবস্থা স্থিতিশীল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য অ‌্যাডভোকেট আবদুল মতিন খসরু। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে।

আব্দুল মতিন খসরু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং সাবেক আইনমন্ত্রী। গত ১৫ মার্চ তিনি সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। ওই দিনেই তা রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রোববার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। বর্তমানে শারীরিক অবস্থার একটু উন্নতি হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে আবদুল মতিন খসরু রাইজিংবিডিকে জানান, তার শারীরিক অবস্থা এই ভালো, এই খারাপ—এমন অবস্থার মধ‌্যে দিয়ে যাচ্ছে।

সুস্থতার জন‌্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আবদুল মতিন খসরু।