স্বাস্থ্য

যুগ্মসচিব শওকত আলী করোনায় আক্রান্ত 

যুগ্মসচিব মো. শওকত আলী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এরপর থেকে তিনি রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে শওকত আলীর শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তার স্ত্রী মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মর্জিনা ইয়াসমিন জানান, বৃহস্পতিবার সকালে পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। বিকেল সাড়ে ৩টার দিকে পজেটিভ রেজাল্ট আসে। এরপর তাকে আইসোলেশনে নেওয়া হয়। 

মর্জিনা ইয়াসমিন জানান, শওকত আলী চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। তিনি আগের চেয়ে সুস্থ অনুভব করছেন।

শওকত আলী বিসিএসের ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি এখন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন। তিনি রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।