স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৬ জন হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪ জন ও ঢাকার বাইরে দুজন।

মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল ২৮ জুন ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৭ জুন ভর্তি হয়েছেন ২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫৩ জন। ২৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন।