স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৪ ডেঙ্গু রোগী

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ‌্যে ১৮১ জন ঢাকায় এবং ১৩ জন ঢাকার বাইরে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। এর আগের দিন ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত ব‌্যক্তি হাসপাতালে ভর্তি হন।

চলতি বছরে এ পর্যন্ত ২ হাজার ২৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শুধ জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২০ জন।

এ পর্যন্ত ১ হাজার ৬৪৬ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে ৬৪২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকায় ৬১৮ জন এবং ঢাকার বাইরে ২৪ জন।