স্বাস্থ্য

করোনার টিকা নিয়েছে দেড় কোটির বেশি শিশু

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ২৫ আগস্ট দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে ইতোমধ্যে ১ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ৩৮৫ জন শিশু প্রথম ডোজ টিকার আওতায় এসেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে টিকা নিয়েছে ৭১ হাজার ৫১০ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

শিশুদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছে ৫ লাখ ২ হাজার ৯০০ জন। এর মধ্যে এক দিনেই নিয়েছে ২৭ হাজার ৯৮৯ জন।

বাংলাদেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৪ কোটি ৬২ লাখ ৮৩ হাজার ৫৩৩ জন।

ই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪৭ লাখ ৫১ হাজার ৮৪৪ জন। বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার ৪৮ জন।