রাজধানী সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে দগ্ধ হওয়া ইয়াসিন আরাফাত (২৬) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় ২৩ জন মারা গেলেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ড. এস এম আইয়ুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, লাইফ সাপোর্ট থাকা ইয়াসিন আরাফাত আজ রাত ৮টার দিকে মার যান। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
ইয়াসিন আরাফাত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আব্দুল খালেক মিয়ার ছেলে।