ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরো একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা ৪২ জনে দাঁড়াল।
রবিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে রাজশাহী বিভাগে ২৬ থেকে ৩০ বছর বয়সী এক নারী মারা গেছেন। পাশাপাশি এই সময়ে মশাবাহী রোগটি নিয়ে নতুন করে ৩৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে বরিশাল বিভাগে ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী (১৩৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ৫৫ জন ছাড়াও ঢাকা বিভাগে ৪৮ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪২ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৯ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে বরিশাল বিভাগে ১১ জন ও চট্টগ্রাম বিভাগে ৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন, খুলনা ও রাজশাহী বিভাগে ২ জন করে মোট ৬ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট ২ জন মারা গেছেন।