স্বাস্থ্য

ঢামেকে যুদ্ধ অপরাধীসহ ২ কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কয়েদির মৃত্যু হয়েছে। এদের মধ্যে মোহাম্মদ জাহিদ (৭৫) নামে একজন মানবতা‌বি‌রোধী আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি ছি‌লেন। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

উল্লেখ্য, গত (২২ জানুয়ারি) অসুস্থ অবস্থায় কারারক্ষীরা রাতে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কারারক্ষী মোহাম্মদ আরমান জানান, জাহিদ মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত কারাবন্দি ছিলেন। জা‌হিদের ক‌য়ে‌দি নম্বর ৭৭১৬/এ। তার বাড়ি সুনামগঞ্জ জেলার লাখাই থানার মুড়িঘাট গ্রামে। তার পিতা মৃত অশোক উল্লাহ।

তিনি আরো জানান,  ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিস (৬২) নামে অপর এক কয়েদির মৃত হয়েছে। আনিস একটি হত‍্যা মামলায় কয়েদী হিসেবে কারাগারে কারাবন্দি ছিলেন। গত (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে ২১৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ জনুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। তার কয়েদী নম্বর ৫৬৬০/এ। তার পিতা মৃত চেরাগ আলী।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যুদ্ধ অপরাধিসহ দুজন কয়েদি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরেদহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষ অবগত আছেন।”