সাহরি ও ইফতার সময়

২৯তম রোজার সাহরি ও ইফতার সময়

নিজস্ব প্রতিবেদক : ধর্মপ্রাণ মুসল্লিরা ২৯তম রোজা পালন করবেন মঙ্গলবার। এই দিনের রোজা রাখতে সাহরি খেতে হবে সোমবার দিবাগত রাত ৩টা ৩৯ মিনিটের পূর্বে। সারা দিন রোজা পালন শেষে ইফতার করতে হবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। এ সময়সূচি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য। সাহরিতে ঢাকার সময়ের সঙ্গে একই হবে- নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার। ইফতারে ঢাকার সময়ের সঙ্গে একই হবে- গাজীপুর, নেত্রকোনা ও বাগেরহাট জেলা। অন্য জেলার সাহরি এবং ইফতার সময় নিম্নের ছকে পাওয়া যাবে। রোজার নিয়ত : নাওয়াইতু আন আছুমা গাদাম্ মিন শাহ্‌রি রমাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউ’ল আ’লীম। (হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের রমজান শরীফের ফরজ রোজা রাখার নিয়ত করছি। আমার তরফ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।) ইফতারের দোয়া : আল্লাহুম্মা ছুমতু লাকা ওয়াতাওয়াক্ক্বালতু আ’লা রিজক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। (হে আল্লাহ, আমি আপনারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং আপনারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।) রাইজিংবিডি/ঢাকা/৩ জুন ২০১৯/বকুল