আন্তর্জাতিক

আইএস নেতা বাগদাদি বিমান হামলায় গুরুতর আহত!

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা আবু বকর আল বাগদাদি বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন। সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার গার্ডিয়ান অনলাইন এ তথ্য জানিয়েছে।

 

জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এমন একটি সূত্রের বরাত দিয়ে গার্ডিয়ান অনলাইন জানিয়েছে, গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় গুরুতর আহত হন বাগদাদি। তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন। তবে সংগঠনে তার আধিপত্য এখনো অটুট রয়েছে।

 

বাগদাদি অসুস্থ হওয়ার পর আইএসের নেতারা বৈঠকে বসেন। তারা ধরে নিয়েছেন বাগদাদি হয়তো আর বেশি দিন বাঁচবেন না। তার পরিবর্তে নতুন নেতা নির্বাচন প্রসঙ্গে বৈঠকে আলাপ-আলোচনা হয়েছে।

 

একজন পশ্চিমি কূটনীতিক ও একজন ইরাকি কর্মকর্তা নিশ্চিত করেন ১৮ মার্চ সিরীয় সীমান্তে আইএসের ঘাঁটিতে বিমান হামলা হয়। গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে দুবার বাগদাদির আহত হওয়ার খবর প্রকাশিত হয়। কিন্তু সে খবর সত্যি ছিল না।

   

রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৫/রাসেল পারভেজ