আন্তর্জাতিক

নেপালে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে নেপাল। সবশেষ খবর অনুযায়ী নিহতের সংখ্যা ১ হাজার ১৩০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।

 

শনিবার নেপালে দুদফায় ভূমিকম্প আঘাত হানে। প্রথম দফায় রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রায় এবং দ্বিতীয় দফায় ৬ দশমিক ৬ মাত্রায় ভূকম্পন অনুভূত হয়। এতে রাজধানী কাঠামান্ডু ও পর্যটন এলাকা পোখারা লাশের শহরে পরিণত হয়েছে। ভয় ও আতঙ্কে স্তব্ধ হয়ে নেপালের জনজীবন।

 

নেপালে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার পর অনেক দেশ থেকে সাহার্য হাত বাড়ানো হয়েছে। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বড় বড় সংস্থাগুলো নেপালে সহায়তা পাঠাচ্ছে। দুর্যোগ মোকাবিলা টিম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং সেই সঙ্গে তাৎক্ষণিক ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাঠিয়েছে। ইউএস এইড এ তথ্য নিশ্চিত করেছে।

 

এদিকে ভারত সামরিক পরিবণ বিমান পাঠিয়েছে। ৪০টি উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাঁদ সাহায্য পাঠাতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন।

 

তথ্যসূত্র : আলজাজিরা ও বিবিসি অনলাইন।

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৫/রাসেল পারভেজ